• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে নিম্ন-আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২৮ মার্চ ২০২০, ১৬:৩৪
রাজশাহীতে নিম্ন-আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নিম্ন-আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি: আরটিভি অনলাইন

রাজশাহীতে খেটে খাওয়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ৩০০ নিম্ন-আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল, আলু, ডাল ও লবণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, গতকাল রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে করোনাভাইরাস তাৎক্ষণিক পরীক্ষার জন্য পিসিআর আসায় তা আজ স্থাপনের কাজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অন্যদিকে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছে ৪৭ জন। এ নিয়ে রাজশাহী জেলায় মোট হোম কোয়ারেন্টিনে ৫৪২ জন বলে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন এনামূল হক।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জিম্মি জাহাজের খাবার শেষ হলেও যে কারণে চিন্তার কিছু নেই
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
X
Fresh