• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনা আতঙ্কে চাঁদপুরে পত্রিকা প্রকাশনা বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৫:৫৩
করোনা আতঙ্কে চাঁদপুরে পত্রিকা প্রকাশনা বন্ধ
চাঁদপুর

করোনাভাইরাস আতঙ্কে চাঁদপুরে সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত পাঠক ও হকারদের অনীহার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুরের স্থানীয় সম্পাদক পরিষদ।

চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকরা মিলে এই সিদ্ধান্ত নেয়ার পরে গতকাল শুক্রবার রাত থেকেই পত্রিকা অফিসের সব কার্যক্রম বন্ধ থাকে।

এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ বলেন, যেসব পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে, সেগুলো চলমান থাকবে। পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হলে পত্রিকাগুলো নিয়মিত প্রকাশ হবে।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরে বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপুর পৌরসভার উদ্যোগে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িযোগে এই ঔষধ স্প্রে করেন। চাঁদপুর শহরের কুমিল্লা সড়ক, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, মুক্তিযোদ্ধা সড়ক, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় এই ঔষধ স্প্রে করা হয়।

অন্যদিকে, সারা দেশের ন্যায় চাঁদপুরও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মাঠে কাজ করছে সেনাবাহিনী। বর্তমানে চাঁদপুরে ২৪২ জন প্রবাসী ও প্রবাস ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
X
Fresh