logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৮ জনের, আক্রান্ত ১ হাজার ৫৩২ জন, সুস্থ হয়েছেন ৪১৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রাজপথ জনশূন্য হলেও গলিতে আছে আড্ডা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৮ মার্চ ২০২০, ১৩:৫৪
করোনা আড্ডা প্রবাসী
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গেল ২৪ ঘণ্টায় আরও ৬১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার পর্যন্ত মোট ২৫৪৫ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।

এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ১৮০০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত করে দেয়া হয়েছে।

বর্তমানে ৭৪৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছে। এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন পৌর আধুনিক সুপার ভবনের তৃতীয় তলায় চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ থাকলেও প্রধান প্রধান সড়ক সড়ক ব্যতীত অন্যান্য স্থানগুলোতে তেমন কার্যকর হচ্ছে না আইন। বিভিন্ন অলি-গলিতে মানুষের জটলা চোখে পড়ছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ আরও জানান, এখনও পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি সনাক্ত হয়নি।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়