• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে নিহতের সংখ্যা বেড়ে ৬

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১২:৪৯
ট্রাক ক্রেন পুলিশ
দুর্ঘটনাকবলিত ট্রাকট্রিকে পুলিশ ক্রেন দিয়ে টেন নিয়ে যাচ্ছে

টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

এর আগে শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার কান্দিলায় ট্রাক উল্টে পাঁচ জন নিহত ১১ জন আহত হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, আলেক (৪৫), দেলোয়ার হোসেন বাবু (৩০), আব্দুল্লাহ (৩০) জুলহাস (৫০)

ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্টভর্তি একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে যাত্রী হিসেবে থাকা পাঁচজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ১১ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত আহতরা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকে উঠছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh