• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৃশ্যমান হলো পদ্মা সেতুর চার কিলোমিটার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১১:৩৩
সেতু স্প্যান জাজিরা
ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ২৭তম স্প্যান।

শনিবার সকালে-এফনামের স্প্যানটি ২৭ ২৮ নম্বর পিলারের ওপর বসানো হলো।

এর ফলে পদ্মা সেতুর চার হাজার ৫০ মিটার দৃশ্যমান হলো।

২৬তম স্প্যানটি বসানোর ১৮ দিনের মাথায় ২৭তম স্প্যানটি বসানো হলো।

পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গতকাল শুক্রবার সকাল ১০টায় ১৫০ মিটার দীর্ঘ তিন হাজার ১৪০ টন ওজনের ২৭ তম স্প্যানটিকে শনিবার বসানোর জন্য তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার 'তিয়ান-' ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ২৭ ২৮ নম্বর পিলারের কাছে নোঙর করে রাখা হয়েছিল।

পরে শনিবার সকাল ১০টায় ২৭তম স্প্যানটি বসানো হলো।

করোনাভাইরাসে যখন গোটাবিশ্ব আক্রান্ত ঠিক তখনই বসানো হলো পদ্মাসেতুর ২৭তম স্প্যান।

পদ্মার মাঝে চর পড়ার কারণে স্প্যানটি বসানোর জন্য পিলারের কাছে একদিন আগে নিয়ে আসা হয়েছিল।

এরপর আজ শনিবার স্প্যানটিকে পিলারের ওপরে স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। সকাল ১০টায় স্প্যানটি উঠানোর কাজ শেষ করে সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারী নির্মাণ শ্রমিকরা। চলতি মাসের ১০ তারিখে ২৮ ২৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৬ নম্বর স্প্যানটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৯টির। সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৭৬৭টি রেল স্ল্যাব বসানো হয়েছে। দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ৩৬০টি স্ল্যাব বসানো হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৪টি স্প্যান। এর মধ্যে ২৭টি স্প্যান বসে গেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৯টির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১ ২৬ নম্বর পিলারের কাজ শেষ হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
কীর্তিনাশা নদীতে মিলল দিনমজুরের মরদেহ
বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী
‘বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার’
X
Fresh