• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জরিমানার টাকা গ্রহণ নিয়ে বিপাকে ম্যাজিস্ট্রেট

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৩:০৭
কোয়ারেন্টিন জরিমানা আদালত
হাতিয়ায় হোম কোয়ারেন্টিন অমান্য কারায় বিদেশফেরত একজনকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত

হোম কোয়ারেন্টিন অমান্য করায় বিদেশফেরত একজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাড়িতে অন্য লোক না থাকায় অভিযুক্ত ব্যক্তির পকেটে থাকা টাকা গ্রহণ করতে গিয়ে বিপাকে পড়েন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার সালাম।

গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাদিয়া গ্রামে।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদ আসে বিদেশফেরত একজন হোম কোয়ারেন্টিন অমান্য করে বাজারে ঘোরাফেরা করছেন। তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান।

সময় হোম কোয়ারেন্টিন অমান্য করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর অভিযুক্ত ব্যক্তি পকেট থেকে টাকা দিতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা লোকজন তা হাত দিয়ে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

পরে সময় উপস্থিত থাকা এই ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহার উদ্দিন তার পকেটে থেকে জরিমানার টাকা দিয়ে দেন।

অভিযুক্ত নবির উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। তিনি গেল ১৭ মার্চ ওমান থেকে দেশে ফিরেন।

হাতিয়াতে উপজেলা প্রশাসনের তথ্যমতে পর্যন্ত ১৫৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য প্রতিদিনই প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 
৫ দিনে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র আয় ১২৬ কোটি টাকা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
X
Fresh