• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনা: সরকারি নির্দেশ উপেক্ষা, তিন ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ২৩:৩৫
করোনা: সরকারি নির্দেশ উপেক্ষা, তিন ব্যবসায়ীকে জরিমানা
ময়মনসিংহ

করোনাভাইরাস মোকাবেলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

অর্থদণ্ডপ্রাপ্ত তিনি ব্যবসায়ী হলেন, মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান ও রফিকুল ইসলাম এবং পানের দোকানদার বাচ্চু মিয়া
। তাদের যথাক্রমে পাঁচ, তিন ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার ওষুধ, মুদি ও সবজির দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সকল মানুষকে নিজ গৃহে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কিন্তু পৌর শহরের কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মারফত চেয়ারম্যান কমপ্লেক্সে দোকান খোলা রাখার দায়ে দুই মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান মানিকে ৫ হাজার ও রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পান দোকানদার বাচ্চু মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh