• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীর সেই নার্স করোনা মুক্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ মার্চ ২০২০, ২১:৪৬
রাজশাহীর সেই নার্স করোনা মুক্ত
রাজশাহী

রাজশাহীর সেই নার্স করোনাভাইরাসে সংক্রমিত হননি। আজ বৃহস্পতিবার বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জানানো হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই নার্স করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর আগামীকাল শুক্রবার সকালে হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হতে পারে বলে জানা গেছে।

করোনায় সংক্রমিত হননি জেনে ওই নার্স উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'আজ জীবনটাকে অন্যরকম মনে হচ্ছে।'

জানা গেছে, গত ১৯ মার্চ থেকে ওই নার্সের সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। ওই দিনই তিনি ঢাকা থেকে ফেরার পথে ইতালিফেরত এক প্রবাসী সহযাত্রীর পাশে বসে রাজশাহীতে এসেছিলেন। করোনার উপসর্গ ও রোগের পূর্বাপর ইতিহাসের সঙ্গে সংযোগ থাকায় দুই দিন পর শনিবার ওই নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এরপর তার ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল।

পরে গত মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়। এর প্রায় ১৮ ঘণ্টা পরে বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার নমুনা সংগ্রহ করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh