• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির তহবিল থেকে ৩শ পরিবারকে খাদ্য সহায়তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০২০, ১৮:৫৫
মাশরাফির তহবিল থেকে ৩শ পরিবারকে খাদ্য সহায়তা
ছবি- সংগৃহীত

বিপদে পাশে দাঁড়ানোই যে জনপ্রতিনিধিদের মুল কাজ সেটাই করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ধারণ করেছে মহামারী রূপে। বাংলাদেশও বাদ যায়নি এর থেকে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৪ জন।

গোটা দেশে বলতে গেলে লক-ডাউন। কাজে যেতে পারছেন না সাধারণ মানুষ। এর জন্য বেশি সমস্যায় পড়েছেন নিন্ম আয়ের মানুষেরা।

যে যেখান থেকে পারে সেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেছেন মাননীয় প্রধান মন্ত্রী।

তেমনটা আগামীকাল থেকে নড়াইলের ৩০০ নিন্মবিত্ত পরিবারকে মাশরাফি বিন মোর্তজার তহবিল থেকে দেয়া হবে এই সহায়তা। যেখানে প্রত্যেক পরিবারের জন্য থাকছে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, ডাল, আলু, লবণ এবং সাবান। এছাড়াও পর্যায়ক্রমে ১ হাজারের বেশি পরিবারকে সহায়তা করা হবে, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আসবে।

আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

জামিল আহমেদ জানান, ‌‌নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় তিনশ পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হবে আগামীকাল থেকে। এরইমধ্যে তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য-সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh