• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বাজার করে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২৬ মার্চ ২০২০, ১৮:১৬
হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বাজার করে দিলো পুলিশ
হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বাজার করে দিলো পুলিশ। ছবি: আরটিভি অনলাইন

পটুয়াখালীতে হোম কোয়ারেন্টিনে থাকা ইতালি প্রবাসীর বাসায় বাজার করে দিয়েছেন পুলিশ সদস্যরা।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ রোড এলাকায় ওই প্রবাসীর বাসায় তার দেওয়া তালিকা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছে সদর থানার চার পুলিশ সদস্য। এসব পণ্যের মধ্যে ছিল আলু, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, আঙুর, আপেল, মাল্টা, খাবার পানি ইত্যাদি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হোম কোয়ারেন্টিনে থাকা এক ইতালি প্রবাসী সকাল সাড়ে ১০টার দিকে তাকে ফোন দিয়ে বলেন, ‘ভাই আমি চার দিন হয়েছে দেশে এসেছি এবং এসেই হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি। আমার বাসায় খাবার সংকট চলছে।

তাই বিষয়টি দেখার জন্য পুলিশকে অনুরোধ করেন। আর ফোনেই খাদ্য পণ্যের একটি তালিকা দেন। ইতালি প্রবাসীর এ অনুরোধের পর সদর থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য পণ্যের তালিকা অনুযায়ী তার বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
X
Fresh