logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৩ জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে, নতুন আক্রান্ত ৫৪ জন, এর মধ্যে ঢাকায় ৩৯ জন আর পুরুষ ৩৩ জন, নারী ২১ জন, মোট আক্রান্ত ২১৮: আইইডিসিআর। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭৩৮০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ১৯৭০ জন। মোট মৃত্যু ১২৮৫৪, আক্রান্তের দিক দিয়েও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এরপরেই ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪১৭ জনের। মোট মৃত্যু ১০৩২৮ জনের। মোট আক্রান্ত এক লাখ নয় হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুতে বিশ্বে এখনও শীর্ষ ইতালি, এরপরই স্পেন। ব্রিটেনে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাফে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর।

করোনা: আতঙ্কে নড়াইল সদর হাসপাতালে দিন দিন রোগী কমছে

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ১৭:০৮
করোনা: আতঙ্কে নড়াইল সদর হাসপাতালে দিন দিন রোগী কমছে
নড়াইল

করোনাভাইরাসের আতঙ্কে নড়াইল সদর হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা কমে যাচ্ছে। স্বাভাবিক সময়ে এই হাসপাতালে প্রতিদিন কমপক্ষে ৩০০ রোগী চিকিৎসা সেবা নিতেন। এখন সেটি কমে ১০০ নিচে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে মাত্র একজন রোগী পাওয়া গেছে। কেবলমাত্র গাইনী ও শিশু ওয়ার্ডে কয়েকজন রোগী রয়েছে।

মহিলা ওয়ার্ডে কর্তব্যরত একজন নার্স জানান, আমার ২০ বছরের চাকরির বয়সে হাসপাতাল এভাবে রোগীশূন্য হতে দেখিনি,সবাই আতঙ্কে হাসপাতাল ছেড়ে  চলে গেছেন।

স্থানীয়ভাবে কিছু মানুষের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নতুনভাবে রোগী ভর্তি করছে না।

এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু বলেন, করোনা আতঙ্কে রোগীরাই হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। যদিও চিকিৎসক বা নার্সদের জন্য যে পিপিই এসেছে, তা পর্যাপ্ত নয়। ১০ ওয়ার্ডের করোনা ইউনিট গঠন করা হলেও আল্লাহ না করুক কোনও রোগী আসলে তা চিকিৎসা করা আসলেই কষ্টসাধ্য হবে।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২১৮ ৩৩ ২০
বিশ্ব ১৪৬৪৮৫২ ৩১৫১০৫ ৮৫৩৯৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়