• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে ভুট্টা, স্বাবলম্বী কৃষকরা

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙামাটি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৯

ধান, গম ও তামাকের পরিবর্তে ভুট্টা চাষে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের কৃষকরা। উৎপাদন বেশি ও খরচ কম হওয়ায় এ আবাদে ঝুঁকছেন রাঙামাটির ভুট্টা চাষীরা। অন্যদিকে, এ বছর যশোরের শার্শায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। ভাল ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় খুশি স্থানীয় চাষীরা।

পাহাড়ে জুমের পাশাপাশি পতিত জমিতে গেলো কয়েক বছরে ক্রমান্বয়ে বাড়ছে ভুট্টার আবাদ। চলতি মৌসুমে ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। রাঙামাটির রাইখালী, কাপ্তাই, কুতুকছড়িসহ পাহাড়ের অনেক স্থানে ভুট্টাই এখন প্রধান ফসলে পরিণত হয়েছে।

এবছর ২৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রমনী কান্তি চাকমা জানান, উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাটির উর্বরতা ঠিক রাখার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, অল্প খরচে অধিক মুনাফা হওয়ায় যশোরের শার্শার কৃষকরা মিষ্টি কুমড়া চাষের দিকে বেশী ঝুঁকছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব আনুযায়ী, এ বছর উপজেলার ১৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।

কৃষকরা বলছেন, পাইকারি ব্যবসায়ীরা জমিতে গিয়ে কুমড়া কেনায় তাদের কোন বিড়ম্বনা হচ্ছে না। পাশাপাশি ন্যায্য মূল্য পাওয়ায় খুশি চাষীরা। এসব মিষ্টি কুমড়া এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হচ্ছে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে। কৃষকদের সহায়তায় আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছি।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh