• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আর নয় সচেতন, এবার হবে অ্যাকশন’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৬ মার্চ ২০২০, ১০:৫৫
‘আর নয় সচেতন, এবার হবে অ্যাকশন’
একসঙ্গে জুড়ো হতে দেখলেই কোথাও বুঝিয়ে আবার কোথাও ভয় দেখিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

চট্টগ্রাম নগরীতে মানুষদের একসঙ্গে জুড়ো হতে দেখলেই কোথাও বুঝিয়ে আবার কোথাও ভয় দেখিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) নোবেল চাকমা তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘যথারীতি সারাদিনের কর্মব্যস্ততা দিন শেষ রাত ১১.০০ ঘটিকার দিকে এলাকার সার্বিক পরিস্থিতি দেখার জন্য এডিসি (দক্ষিণ-প্রশাসন), এসি (চকবাজার) সিএমপিসহ এলাকায় বের হই। প্রথমে ধন্যবাদ জানাই সাধারণ জনগণকে, যারা (প্রায় সবাই!) সরকারের ঘোষিত অনির্ধারিত ১০ দিনের লকডাউন কার্যকর করার জন্য সরকারকে সহযোগিতা করছে! অনেক জায়গা ঘুরেছি আমরা। প্রায় প্রতিটি ক্ষেত্রে জনগণের সচেতনতা দেখেছি! আমাদের মনে হয়েছে দেরিতে হলেও এদেশের সাধারণ জনগণ সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে! তারা সচেতন হয়েছে। করোনা মোকাবিলায় সবাই প্রস্তুত!! আমরা পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই।