• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘আমরা রাস্তায় আছি, আপনারা প্লিজ বাড়িতে থাকুন’

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১৯:৩০
করোনা পাবনা প্রশাসন
ফাইল ছবি

পাবনায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় রাস্তায় রাস্তায় টহল দিয়েছে প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘুরছে কিনা তা দেখভাল করেন তারা। এ সময় সকল দোকানপাট বিপণীকেন্দ্র বন্ধের তদারকি ও নজরদারির পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলকে বাড়িতে থাকার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন, আপনাদের সুরক্ষায় আমরা রাস্তায় আছি, প্লিজ বাড়িতে থাকুন।

আজ সকাল থেকে দুপুরে অবধি এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে উভয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড, বড় বাজার, নিউমার্কেট, রূপকথা রোডসহ জনসমাগমপ্রবণ এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেন তারা। করোনার ভয়াবহতা তুলে ধরে এ সময়ে জনগণকে নিরাপদ রাখতে যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

উল্লেখ্য, প্রশাসনের কঠোর ভূমিকার কারণে জেলার সকল বিপণীকেন্দ্রসহ চায়ের দোকান হোটেল সবকিছু বন্ধ রয়েছে। একমাত্র ওষুধের দোকান, কাঁচা তরকারি ও মুদি দোকান খোলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
X
Fresh