• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে করোনা ঠেকাতে দোকান-পাট বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১৭:১৫
করোনা দোকান পঞ্চগড়
ফাইল ছবি

পঞ্চগড়ে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন দোকান-পাট বন্ধ হয়ে যাচ্ছে। ফলে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বিভিন্ন দোকান-পাট বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন জানায়। বুধবার দুপুরের পর থেকে পঞ্চগড়ের পাঁচ উপজেলার দোকান মালিকরা তাদের দোকান-পাট বন্ধ করা শুরু করেন।

তবে ওষুধের দোকান, খাদ্যসামগ্রী কনফেকশনারি দোকান খোলা রয়েছে। এদিকে জেলার সড়কগুলোতে যান-বাহন জনসাধারণের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। তবে পঞ্চগড়ে মানুষের মধ্যে দূরত্ব জনসমাগম রোধে সেনাবাহিনী নামার কথা থাকলেও দুপুর পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে দেখা যায়নি।

পঞ্চগড় জেলা প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। জনসমাগম এড়িয়ে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh