• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট 

অনলাইন ডেস্ক
  ২৫ মার্চ ২০২০, ১৪:০২
 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট 
 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট 

করোনাভাইরাসের কারণে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করায় ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। গেলো কয়েকদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা থাকলেও আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে সড়কটি। ফলে মির্জাপুর গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা জীবনের শঙ্কা নিয়ে ট্রাকের উপর গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতুর উপর আজ সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যাত্রী নিহত হওয়ায় যানজট আরো তীব্র হয়।

অন্যদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় মহাসড়কের উপরেই নির্ভর করতে হচ্ছে ঘরমুখো মানুষের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানিয়েছেন, সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। সড়কটিতে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এতে করে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh