• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কর্মচারীদের ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ করলেন মালিক

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ২২:৩৬
কর্মচারীদের ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ করলেন মালিক
কর্মচারীদের ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ করলেন মালিক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শ্রমিক-কর্মচারীদের ১২ দিনের খাবার সরবরাহ করে হোটেল বন্ধ ঘোষণা করলেন পঞ্চগড় জেলা শহরের এক হোটেল মালিক।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউজ নামের ওই রেস্টুরেন্টটি বন্ধ করা হয়।

রেস্টুরেন্টের মালিক মো. হায়াতুল আলম, আলতাফ হোসেন ও মাহতাব আলী ভুট্ট জানান, শহরে রেস্টুরেন্টের তিনটি শাখাই বন্ধ করা হয়েছে। হোটেলের ৫০ কর্মচারীর প্রত্যেককে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি সাবান দেয়া হয়েছে।

হোটেলের কর্মচারী আমেনা বেগম বলেন, ‘করোনাভাইরাসের তানে হামার হোটেল ১২ দিনের তানে বন্ধ। খাবার পায় হামার ভালো হইল। এলা হামেরা বাড়িত থাকিমো, কুনঠে বাইর হমনি।’