• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত রোগীর জন্য ১০ চিকিৎসকসহ ২১ জন কোয়ারেন্টিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ২১:৩৯
করোনা, আক্রান্ত, রোগী, চিকিৎসক, কোয়ারেন্টিন

কক্সবাজার সদর হাসপাতালের ১০ চিকিৎসকসহ ২১ জন কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ জন চিকিৎসক ছাড়াও ৮ জন নার্স ও ৩ জন ক্লিনার আছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

এর আগে হাসপাতালটিতে এক বয়স্ক নারীর করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ে। ওই নারীর বাড়ি চকরিয়া উপজেলায়। এই নারী সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

করোনাভাইরাস আক্রান্ত ওই মহিলাকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

গেল ১৮ মার্চ জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই রোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল।

মঙ্গলবার (২৪ মার্চ) ওই মহিলার করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ ঘটনার পরই ওই নারীর সংস্পর্শে গিয়েছেন এমন ডাক্তার, নার্স ও ক্লিনারদের হোম কোয়ানেন্টাইনে পাঠানো হলো।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
X
Fresh