• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানের তিন উপজেলা লকডাউন

বান্দরবান প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ২০:১২
বান্দরবানের তিন উপজেলা লকডাউন
বান্দরবানের তিন উপজেলা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানের তিন উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হলো
লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ তথ‌্য জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন।

তিনি বলেন, বান্দরবানের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার কারণে বান্দরবান জেলার তিনটি উপজেলা লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বান্দরবানে মঙ্গলবার দুপুর থেকে সেনাবাহিনী কাজ করছে। তারা পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে জনগণকে সচেতন করছেন। পাশাপাশি, অধিক জনসমাগম হতে পারে এমন দোকান, হোটেল ও শপিং মল বন্ধ করে দেয়া হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত বান্দরবানে ৫০ জন কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৯ জন হাসপাতালে, বাকি ৪১ জন হোম কোয়ারেন্টিনে। বিদেশফেরতদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh