• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আইসোলেশনে

হিলি প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১৯:২৬
দিনাজপুর, বিরামপুর, মেডিক্যাল, অ্যাসিস্ট্যান্ট, করোনাভাইরাস, আইসোলেশন
ফাইল ছবি।

দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে করোনাভাইরাস সন্দেহে আইসোলেশনে ভর্তি করানো হয়েছে এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান আলী মেহেদী জানান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গত তিন দিন থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তার গলা ব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট বেশি পরিমাণ দেখা দেয়। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়। এ নিয়ে বিরামপুর ১ জন শিশুসহ দুই জন আইসোলেশনে ভর্তি আছেন।

এছাড়াও বিরামপুর উপজেলায় মোট ২৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার যে সকল লক্ষণ রোগীর মধ্যে থাকা দরকার তার প্রায় সব কিছু লক্ষণ আছে, আইসোলেশনে থাকা দুই রোগীর মধ্যে।

তিনি আরও জানান, ইতোমধ্যে আইসোলেশনে থাকা দুই রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিআর বিভাগে পাঠানো হয়েছে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তে বাংলা নববর্ষ পালিত
পিকআপে গানবাজনা ও বেপরোয়া মোটরসাইকেল চালানোয় মামলা
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি, তবু কমছে না দাম 
X
Fresh