• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত সন্দেহে আখাউড়ার চিকিৎসক ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ১৯:১০
করোনা আক্রান্ত সন্দেহে আখাউড়ার চিকিৎসক ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসককে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই চিকিৎসক ইতোপূর্বে আখাউড়া স্থলবন্দরে মেডিকেল ডেস্কে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে তাকে ঢাকায় পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম জানান, ওই চিকিৎসক গলাব্যথা ও জ্বর আক্রান্ত দুদিন ধরে। সে কারণে তিনি ঢাকায় গেছেন। তবে তিনি কারোনা আক্রান্ত কিনা সেটি নিশ্চিত নই। ঢাকায় গিয়ে তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আর বেশি অসুস্থবোধ করলে নিজ দায়িত্বে আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করাবেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান জানান, ওই চিকিৎসক আখাউড়া স্থলবন্দরের মেডিকেল ডেস্ক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ্য বোধ করলে জরুরি অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh