• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে আটকে আছেন ১৫০ ভারতীয়

বেনাপোল প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১৭:২৯
ভারতীয় নাগরিক, আটকা, বেনাপোল ইমগ্রেশন
আটকে পড়া ভারতীয় নাগরিকরা। ,

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সে দেশের নাগরিকদের ভারতে প্রবেশে বাধা দেয়ায় ১৫০ জন ভারতীয় নাগরিক আটকা পড়েছেন বেনাপোল ইমগ্রেশনে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ভারতীয় ইমিগ্রেশন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সে দেশের নাগরিকদের দেশে প্রবেশে বাধা দিলে আটকে পড়েন তারা।

বেনাপোল ইমিগ্রেশন জানায়, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় আজ মঙ্গলবার সকালে ১৫০ জন ভারতীয় তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই তাদের নাগরিককে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে এক্সিট সিল মারছেন না। এজন্য সকাল থেকে আটকে থাকা নাগরিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সবাই ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যেতে চাইলে ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু কী কারণে দেশে ফিরতে পারছেন না তা তারা জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেনও না।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট
আইনের জালেই অসাধু ব্যবসায়ীদের আটকাতে হবে
জালে আটকা লক্ষ্মীপ্যাঁচা, উদ্ধারের পর অবমুক্ত
X
Fresh