• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৫১৪ জন প্রবাসী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৪ মার্চ ২০২০, ১৬:৫৬
মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৫১৪ জন প্রবাসী

গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে আরও ৪৫ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে প্রবাসীদের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫৯ জনে। তবে ১৪ দিনের পর্যবেক্ষণের কোনও উপসর্গ না থাকায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জনসহ ২৪৫ জনকে মুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলায় ৫১৪ জন হোম কোয়ারেন্টিনে আছে বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

এদিকে, হোম কোয়ারেন্টিনের নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে ঘোরাফেরা করার কারণে জেলার ১২ বিদেশফেরত ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

করোনা প্রতিরোধে জেলা কমিটির প্রধান এবং জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, আইন অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এসএস