• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টিনে

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০২০, ২১:৫৪
ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টিনে
ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার

ভারত থেকে আসা চার সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে ক্যাম্প ইনচার্জ। পরিবারটি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুলনা হয়ে সড়ক পথে সোমবার (২৩ মার্চ) ভোর পাঁচটায় লেদা রোহিঙ্গা ক্যাম্প (নম্বর ২৪) ই ব্লকে শ্বশুর মোস্তাক আহম্মদের বাড়িতে আশ্রয় নিয়েছিল।

বিষয়টি জানাজানি হলে দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী রোহিঙ্গারা ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নানকে অবগত করলে তাদেরকে হেফাজতে নিয়ে আসা হয়।

তারা হলেন- মো. ছাদেক (২৫), স্ত্রী হোসনে আরা (২৩), ছেলে পারভেজ (৩) ও মেয়ে সাজেদা (১০ মাস)।

সূত্রে জানা যায়, রোববার রাতে ভারতের হায়দরাবাদ হতে অবৈধভাবে বাংলাদেশের খুলনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সেখান থেকে সড়ক পথে ২৩ মার্চ (সোমবার) ভোরের দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্প (নম্বর ২৪) ই ব্লকের বসবাসকারী শ্বশুর মোস্তাক আহম্মদের বাড়িতে গোপনে আশ্রয় নেয়। একপর্যায়ে বিষয়টি আশপাশে চাওর হলে ব্লক মাঝি বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করেন। তিনি তাৎক্ষনিকভাবে উক্ত রোহিঙ্গা পরিবারটিকে ইউএনএইচসিআর এর মাধ্যমে আইওএম হাসপাতালে কোয়ারেন্টিনের জন্য প্রেরণ করেছে।