logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন, সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছিল এক সপ্তাহ আগে: আইইডিসিআর।

দিনাজপুরে ৮ বছরের শিশু আইসোলেশনে

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৩ মার্চ ২০২০, ২১:৪৭
দিনাজপুরে  ৮ বছরের শিশু আইসোলেশনে
এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে সেই শিশুকে ভর্তি করা হয়।

দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাস সন্দেহে আট বছরের এক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান,  শিশুটির শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার সব লক্ষণ স্পষ্ট। এই জন্য শিশুটিকে আমরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখেছি।

তিনি আরও জানান, শিশুর বাড়ি হাকিমপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে। সাত দিন ধরে ওই শিশু জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ত হয়। শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর নমুনা পাঠানো হবে।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৪ ২৫
বিশ্ব ৮৮৭০৬৭ ১৮৫৫৪১ ৪৪২৬৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়