• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের জন্য উপহার পাঠাচ্ছে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ মার্চ ২০২০, ১৭:৫৩
হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের জন্য উপহার পাঠাচ্ছে পুলিশ

চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের জন্য উপহার পাঠাচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। যারা প্রবাস থেকে এসে হোম কোয়ারেন্টিনে আছে তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মো. মাহবুবর রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানার পুলিশ সদস্যরা থানাধীন বিভিন্ন এলাকায় অবস্থান করা প্রবাসীর বাসার এসব উপহার পৌঁছে দিচ্ছেন।

পাহাড়তলী থানার ওসি মো. মাইনুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, পাহাড়তলী থানা এলাকায় সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের জন্য কমিশনার পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পাহাড়তলী এলাকায় ছয়জনের বাসায় তা পৌঁছে দেয়া হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে বলেন, কোতায়ালী থানা এলাকায় প্রবাস থেকে এসে যে কয়েকজন হোম কোয়ারেন্টিনে আছে তাদের বাসায় পুলিশ কমিশনার উপহার পৌঁছে দেয়া হবে। উপহার প্রস্তুত করা হয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনের কাছে তা পৌঁছে দেয়া হবে।