• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: সাভারে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০২০, ১৬:২৭

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাভারের হেমায়েতপুরে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা দুটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো- সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকার দীপ্ত অ্যাপারেলস লিমিটেড এবং ভরারী এলাকার ডার্ড গার্মেন্টস লিমিটেড। কারখানা দুটি একই গ্রুপের মালিকানাধীন।

আজ সোমবার (২৩ মার্চ) সোমবার সকালে কারখানা দুটির গেটে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়- দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতির উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং সকলকে অবগত করা হবে।

এদিকে, কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকদের চলতি মাসের পুরো বেতন দেয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh