• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

যশোরের ঠিকানা ব্যবহার করে ১৫ দিনে দেশে ঢুকেছেন ১০ হাজার প্রবাসী 

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০২০, ১২:৩৮
যশোরের ঠিকানা ব্যবহার করে ১৫ দিনে দেশে ঢুকেছেন ১০ হাজার প্রবাসী 

গেল ১৫ দিনে যশোরের ঠিকানা ব্যবহার করে দেশে ঢুকেছেন ১০ হাজার প্রবাসী। আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট ঢুকেছেন ২২ হাজার প্রবাসী।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য জানিয়ে বলেছেন, ইতোমধ্যেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই তালিকা সরবরাহ করে ইউপি চেয়ারম্যানদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেয়া হয়েছে। তারা এসব ঠিকানা অনুযায়ী যশোরে আসা প্রবাসীদের খুঁজে বের করবেন এবং তারা যেন হোম কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলেন সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।

জেলা প্রশাসক বলেন, যশোরে ৩২৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এখন পর্যন্ত কেউ নেই।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য কিছু কিছু জায়গা ইতোমধ্যেই নির্ধারণ করে রাখা হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কাউকে রাখার দরকার হয়নি।