• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুড়িমারী স্থলবন্দর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ 

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ২২ মার্চ ২০২০, ১০:৪৩
বুড়িমারী স্থলবন্দর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর রোববার (২২মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত- বাংলাদেশ পত্র বিনিময়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও সরকারি সিদ্ধান্তে স্থলবন্দর বন্ধের ঘোষণা করা হয়।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল জানান, করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকার তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে ২২-৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। এ কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র আটকা পড়া বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের নিজ নিজ দেশে ফিরতে ইমিগ্রেশন খোলা থাকবে বলে জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ভারত সরকার করোনা মোকাবিলায় তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করায় বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রমও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসনের শীর্ষ ওই কর্মকর্তা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh