• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উড়ে এসে পড়ল ৪৯ কেজি ওজনের ধাতব বস্তু!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০২০, ১০:২৬
উড়ে এসে পড়ল ৪৯ কেজি ওজনের ধাতব বস্তু!
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে উড়ে এসে মাটিতে পড়ল ৪৯.২ কেজি ওজনের একটি ধাতব বস্তু। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটা নিরেট লোহার মতো বস্তু, উচ্চতা আনুমানিক তিন ফুট। ওজন ৪৯.২ কেজি। আসলে বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।

বোমা ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ধাতব বস্তুটি উদ্ধার করে

তিনি বলেন, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে বোমা ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের টিম আসে। তারা মাটির নিচ থেকে ধাতব বস্তুটি উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেয়। এখন সিআইডির টিম দিয়ে এটি পরীক্ষা করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh