• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: সন্তানকে কোচিং-এ পাঠানোর জন্য ২ অভিভাবককে জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২১ মার্চ ২০২০, ১৯:৪৩
করোনাভাইরাস: সন্তানকে কোচিং-এ পাঠানোর জন্য ২ অভিভাবককে জরিমানা
মানিকগঞ্জ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে মানিকগঞ্জের সিংগাইরে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর অভিযোগে এক শিক্ষক এবং মক্তবে শিক্ষার্থী পড়ানোর দায়ে ইমাম ও মুয়াজ্জিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে কোচিং সেন্টারে সন্তানদের পড়তে পাঠানোর দায়ে দুই অভিভাবকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন আলমগীর হোসেন, মসজিদের ইমাম মো. আশেক এলাহী ও মুয়াজ্জিন মো. আব্দুল লতিফ। তদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে, শিশুদের কোচিং সেন্টারে পাঠানোর জন্য অভিভাবক নান্নু মিয়াকে ১০ হাজার ও তোতা মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ইতিহাস গড়লেন বাঁধন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh