• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: কুষ্টিয়ায় পশু হাট বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ১৫:২৩
করোনাভাইরাস: কুষ্টিয়ায় পশু হাট বন্ধ
কুষ্টিয়া

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ায় পশু হাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এতে কমপক্ষে জেলার ৬০ থেকে ৭০টি পশু হাট বন্ধ হয়ে যায়।

আজ শনিবার সকাল থেকে এই হাটগুলো বন্ধ রয়েছে। ফলে আজ থেকে এই হাটগুলোতে কোনও কেনাবেচা হয়নি।

এদিকে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১০৩ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সবাই বিদেশফেরত। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিষয়টি কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনারুল ইসলাম নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, যাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তারা সেটি যথাযথভাবে পালন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে এলডিডিপির কর্মকর্তাদের মানববন্ধন
বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হিরা-মনিরুল
বঙ্গবন্ধু ভাবতেই পারেননি বাঙালিরা তাকে হত্যা করবে : প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ৪
X
Fresh