• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় হোম কোয়ারেন্টিনে ২৪ জন, লঞ্চঘাটে চেকপোস্ট

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ১২:১২
হাতিয়ায় হোম কোয়ারেন্টিনে ২৪ জন, লঞ্চঘাটে চেকপোস্ট
হাতিয়ার প্রধান লঞ্চঘাট তমরদ্দিতে প্রশাসনের পক্ষে চেকপোস্ট বসানো হয়েছে

বিদেশফেরত ২৪ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

আজ শনিবার (২১ মার্চ) সকালে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রচার করা হয়।

জানা যায়, গত কয়েক দিন থেকে স্বাস্থ্য সহকারীরা প্রত্যেকের কর্ম এলাকায় জরিপ চালিয়ে এ তালিকা তৈরি করে। মূলত মার্চ মাসে বিদেশ থেকে হাতিয়া আসা যাত্রীরা এ তালিকায় অন্তর্ভুক্ত হন। তালিকায় প্রত্যেকের আগমনের তারিখ ও ঠিকানা ও উল্লেখ করা হয়। এতে জাহাজমারা ইউনিয়নে ৯, বুড়িরচর ইউনিয়নে ৩, সোনাদিয়া ইউনিয়নে ৪, চরকিং ইউনিয়নে ৩ ও পৌরসভায় পাঁচজনসহ ২৪ জন রয়েছে।

এদিকে শনিবার সকাল থেকে হাতিয়ার প্রধান লঞ্চঘাট তমরদ্দিতে প্রশাসনের পক্ষে একটি চেকপোস্ট বসানো হয়। এতে ঢাকা থেকে আসা লঞ্চের প্রত্যেক যাত্রীর তথ্য সংগ্রহ করা হয়। এসময় ৩ জন বিদেশফেরত যাত্রীকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়।