• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদেশফেরতদের খুঁজতে ওয়ার্ডে ওয়ার্ড চলছে মাইকিং

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২১ মার্চ ২০২০, ১০:৫০
বিদেশফেরতদের খুঁজতে ওয়ার্ডে ওয়ার্ড চলছে মাইকিং
ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলায় ৪ হাজার ২৬৫ জন বিদেশ ফেরতের মধ্যে শনিবার (২১ মার্চ) পর্যন্ত ৪৬৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। অন্যদের খোঁজে জেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চলছে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং।

জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনে উদ্যোগে জেলার নয়টি উপজেলার ৮৪টি ইউনিয়নের জনসচেতনতায় চলছে বিভিন্ন ধরনের প্রচারণাও।

ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান জানান, প্রতিটি থানায় করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার প্রচারণা কাজ শুরু করেছি। ইমিগ্রেশন পুলিশের দেয়া তালিকা নিয়ে গ্রামে গ্রামে বিদেশফেরতদের খুঁজে বের করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসন চলমান এই শঙ্কটের সময়ে নিত্যপণ্যের দাম কোনোভাবে অতিরিক্ত না হয় সে বিষয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ দেয়া হয়েছে, অন্যদিকে বাজার মনিটরিংয়ের জন্য শহরের দুইটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে।