• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ছয় লাখ টাকা জরিমানা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি,  আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ০৯:০৬
জরিমানা করোনা ভাইরাস  গাজীপুর
প্রতীকী ছবি

গাজীপুরে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ব্যবসায়ীদের পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

এছাড়াও, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্নতে খতনার অনুষ্ঠানে লোকসমাগম করায় শরিফুল ইসলাম নামে এক ইতালি প্রবাসীর আত্মীয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলার কাপাসিয়া রাওনাইট বাজারে নিত্যপণ্যের দাম বেশি রাখার দায়ে আট দোকানিকে ৮০ হাজার টাকা, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দুই লাখ ৪৫ হাজার, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি হরিণাচালা এলাকায় তিন ব্যবসায়ীকে এক লাখ ৯০ হাজার টাকা এবং জয়দেবপুর বাজারে ক্রেতা সেজে দোকানিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সময় আরও দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

এদিকে, টঙ্গী বাজারে সকাল থেকে রাত নয়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সময় ১১ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন গাজীপুর) ওয়াসিউজ্জামান চৌধুরী আরটিভি অনলাইন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে যাতে সাধারণ মানুষকে কেউ ভোগান্তিতে ফেলতে না পারে এজন্য ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh