• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘটা করে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২০ মার্চ ২০২০, ২২:৪২
ঘটা করে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে কারাদণ্ড
মানিকগঞ্জ

ঘটা করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০মার্চ) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. ফরমান আলী ওই গ্রামের মৃত সৈয়দ কলিমুদ্দিনের পুত্র।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানসহ সব প্রকার গণজমায়েত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে ব্যাপক প্রচার করা হয়েছে। কিন্তু সরকারের নির্দেশনা উপেক্ষা করে গণজমায়েত করে ফরমান আলী তার মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছেন।

তাই বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বিকেলেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যোগ করেন তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh