• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দোহারে ওষুধ, মুদি ও কাঁচামাল ছাড়া সব দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ২০ মার্চ ২০২০, ২০:১০
দোহারে ওষুধ, মুদি ও কাঁচামাল ছাড়া সব দোকান বন্ধ
নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ দোহারে, ছবি: আরটিভি অনলাইন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার দোহারে ওষুধ, মুদি ও কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার বিকেলে দোহারের বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে মাইকে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, জুতা, মোবাইল, কাপড়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, এই নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার উপজেলা প্রবাসী বহুল হওয়ায় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার পর্যন্ত নবাবগঞ্জে বিদেশফেরত ২০৪ জন ও দোহারে ৪৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh