• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নওগাঁ  প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০২০, ১৩:১৯
মৃত্যু অভিযোগ শিশু
ফাইল ছবি

নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা নিয়ে ওই শিশু এবং হাসপাতালে অন্য রোগীদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জহুরুল ইসলাম বানু বেগম দম্পতির একটি ছেলে সন্তান হয়

ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় শিশুটিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় রাতে শিশুটির ফটোথেরাপী দেয়া হয় এই ফটোথেরাপী মেশিনটি একটি নির্দিষ্ট সময় পর খুলে দিতে হয় কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও না খোলায় শিশুটির শরীর পুড়ে যেতে শুরু করে শরীরের একাংশ কালো হতে থাকে

এই অবস্থা দেখে শিশুর বাবা জহুরুল ইসলাম, নানী রওশন আরাসহ অন্য রোগীদের অভিভাবকরা কর্তব্যরত নার্সদের ডাকাডাকি করতে থাকে কিন্তু নার্সরা তাদের ডিউটি কক্ষে ঘুমাতে থাকে অনেক ডাকাডাকি করার পর সাড়া দিয়ে ভেতর থেকে বলে সকাল ছয়টার আগে তারা আসবে না অবশেষে ফুটফুটে এই ছেলে সন্তানটি মৃত্যুর কোলে ঢলে পড়ে সময় ওই ওয়ার্ডে রোজিনা তানিয়া নামের সিনিয়র স্টাফ নার্স দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে

এই অবস্থা দেখে হাসপাতালে চিকিৎসারত অন্য রোগীদের স্বজনরাও ক্ষিপ্ত হয়ে পড়েন বিষয়ে সদর হাসপাতালের আরএমও ডা. মুনির আলী আকন্দকে মোবাইল ফোনে জানালে তিনি ব্যাপারটি দেখছেন বলে জানানএদিকে ওই নবজাতকের বাবা নওগাঁ সদর মডেল হাসপাতালে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh