• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আতঙ্কে শিবচরের রাস্তা-ঘাটে মানুষ নেই বললেই চলে 

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০২০, ০৯:০৮
রাস্তা শিবচর উপজেলা
ফাইল ছবি

কয়েক দিন ধরে মানুষে মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করেছে। তার ওপরে গতকাল বিকেলে শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ মাঝে একটি অস্থিরতা বিরাজ করে। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় পড়ে যায় স্থানীয় বাজারগুলোতে।

তবে আজ সকালে থেকে শিবচর পৌর বাজারে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম।এদিকে দূরপাল্লার গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। তবে ছোট যানবাহনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে শিবচর বাজারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওষুধের দোকান, চাউলের দোকান, মুদি দোকান, মাছ-মাংস, তরকারি ও ফলের দোকান ছাড়া অন্য সব দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়। সেইসঙ্গে বাস টেম্পু অটোরিকশা মোটরসাইকেলসহ সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
X
Fresh