• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ২১:০৫
হবিগঞ্জে প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ
হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলার আমবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

জানা যায়, আমবাড়িয়া এলাকার আবু তাহেরের ৩ ছেলে থাকেন ফ্রান্সে। সম্প্রতি তারা সকলেই বাড়ি ফিরেন। গত ১৪ মার্চ তার ছোট ছেলে আতিক মিয়া দেশে আসেন। এদিকে আগামীকাল ২০ মার্চ তার বড় ছেলে মাহবুবুর রহমানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয় অন্তত ৮০০ অতিথিকে।

আজ সন্ধ্যায় বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের কথা ছিল। খবর পেয়ে দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠান আয়োজন বন্ধ করেন উপজেলা ভূমি অফিসার। এ সময় ফ্রান্স থেকে গত ১৪ মার্চ দেশে ফেরা আতিক মিয়াকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিদেশফেরত যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই নির্দেশনা থেকেই তার বিয়ে বন্ধ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh