• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঠাকুরগাঁওয়ে হোম কোয়ারেন্টিনে ১৬ জন

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও,  আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১৭:০৮
অসুস্থ প্রবাসী কোয়ারেন্টিন
ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত (কোভিড-১৯) ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন এর মধ্যে এক নারী এই নির্দেশ অমান্য করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জরিমানা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সকালে হোম কোয়ারেন্টিনের তালিকায় থাকা সদর উপজেলা আকচা ইউনিয়নের এক নারী উপজেলার কাছে ভারতীয় ভিসা সেন্টারে অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সরজমিনে খোঁজ নিয়ে ওই প্রবাসী নারীকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেখানে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর আদেশ দেয়া হয় ওই নারী এক সপ্তাহ আগে ইতালি থেকে দেশে ফিরেছেন

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জরিমানাসহ হোম কোয়ারেন্টিনে থাকা ওই নারীকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হয়েছে

উপজেলা প্রশাসনের তালিকায় থাকা প্রবাসীদের উপজেলা প্রশাসনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি

ইতালি, চিন, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরসহ ১০টি দেশ থেকে আসা ১৬ জনের তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর পৌরসভার কাউন্সিলরদেরকে নির্দেশনা দেয়া হয়েছে

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ছয় শয্যার আইসোলেশন ইউনিট চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও সব ধরনের প্রস্তুত থাকার দির্দেশনা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ দিনে প্রবাসী আয় এলো ১৫২০৮ কোটি টাকা
প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক
৩৯ প্রবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
প্রবাসীদের জন্য সুখবর
X
Fresh