logo
  • ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত ইতালিফেরত যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৯ মার্চ ২০২০, ১৬:১১ | আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৮:০২
চুয়াডাঙ্গা, করোনাভাইরাস, আক্রান্ত, ইতালিফেরত, যুবক
করোনাভাইরাসে আক্রান্ত যুবক

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাব্বির আহমেদ নামে এক যুবক। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

আক্রান্ত যুবক গত ১২ই মার্চ ইতালি থেকে দেশে ফেরেন। ১৪ই মার্চ আসেন নিজ বাড়িতে। গত ১৬ই মার্চ সোমবার ওই যুবককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় তার স্বাস্থ্য পরীক্ষা করে আইইডিসিআর। তিনি আলমডাঙ্গা থানাপাড়ার আশাদুল ইসলামের ছেলে।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গার চার উপজেলায় বিদেশ ফেরত ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়