• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে কোয়ারেন্টিনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১৫:১৭
জরিমানা পিরোজপুর কোয়ারেন্টিন
ফাইল ছবি

পিরোজপুর সদর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় সৌদি আরব ওমান থেকে আসা দুই প্রবাসীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

গতকাল বুধবার রাতে সদর উপজেলার আলমকাঠি ব্রাহ্মণকাঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৌদি আরব ওমান থেকে আসা দুই প্রবাসীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী

পিরোজপুর পৌরসভার কাউন্সিলর একরামুল ইসলাম বলেন, পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী গ্রামে গত ১৫ মার্চ ওমান থেকে এবং গেল ১১ মার্চ আলমকাঠী গ্রামে সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দর বা যথাযথ কর্তৃপক্ষকে অবিহিত না করে নিজ বাড়িতে যুবকরা অবস্থান করছিলেন সরকারি নিয়মানুযায়ী তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তারা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল প্রশাসন খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন মেডিকেল অফিসার পুলিশ কর্মকর্তার সমন্বয়ে আলমাকাঠী ব্রাহ্মণকাঠি গ্রামে গতকাল বুধবার রাত আটটার দিকে অভিযান চালায় অভিযানে সৌদি আরব ফেরত যুবককে তিন হাজার টাকা টাকা ওমানফেরত যুবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী জানান

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী জানান, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে তাদের দুজনকে জরিমানা করা হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh