• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে ১৬০ জন হোম কোয়ারেন্টিনে

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১৫:০৯
টাঙ্গাইল, হোম কোয়ারেন্টিন

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত বিদেশফেরত ১৬০ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় মোট ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পাড় হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে ১৬০ হোম কোয়ারেন্টিনে রয়েছে।

উল্লেখ্য, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে এক নারী ও দুইজন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
X
Fresh