• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চুরি হওয়া ১৬টি ল্যাপটপ ২২দিনেও উদ্ধার হয়নি, আইসিটি শিক্ষা কার্যক্রম ব্যাহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মার্চ ২০২০, ১৪:৪৮
কলমাকান্দা নেত্রকোনা ল্যাফটপ
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় জনতা উচ্চ বিদ্যালয় থেকে ১৬টি ল্যাপটপ চুরি হওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও গতকাল বুধবার নাগাত সেগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ এতে করে ব্যাহত হচ্ছে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষা কার্যক্রম

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় থেকে গ্রিল দরজার তালা ভেঙে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষে থাকা ১৬টি ল্যাপটপ চুরি হয়ে যায় পরদিন বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় একটি চুরি মামলা দায়ের করেন চুরি হওয়ার ২২ দিন অতিবাহিত হলেও ল্যাপটপ উদ্ধার না হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের আইসিটি শিক্ষা কার্যক্রম এতে করে শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান খান বলেন, আমাদের বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষে থাকা ১৬টি ল্যাপটপ চুরি হওয়ায় আইসিটি শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কাজে ব্যাঘাত ঘটছে

ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ আলী তালুকদার বলেন, ল্যাপটপ চুরি হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ল্যাপটপ চুরি হওয়ার বিষয়টি আমাকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে থানায় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয় তাছাড়া উপজেলার আইসিটি বিশেষজ্ঞ মো. রফিকুল ইসলামকে তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো কথা বলা হয়েছে

বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, ঘটনায় রুবেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেলের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে আশা করছি অচিরেই চুরির রহস্য উদঘাটন হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh