logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     বিশ্বব্যাপী মৃত্যু ৬৯ হাজার ৪৫৬ জন এবং আক্রান্তের ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১৫ হাজার ৮৮৭, আক্রান্ত এক লাখ ২৮ হাজার ৯৩৮ জন, দ্বিতীয় অবস্থানে স্পেন। এখন পর্যন্ত মৃত্যু ১২ হাজার ৬৪১ জনের এবং আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন: ওয়ার্ল্ডমিটার। ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: সিএএএন।

করোনাভাইরাস : হবিগঞ্জে মাইক নিয়ে প্রচারণায় ডিসি

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৮ মার্চ ২০২০, ২০:২০
করোনাভাইরাস : হবিগঞ্জে মাইক নিয়ে প্রচারণায় ডিসি
করোনা আতঙ্কে যখন বিশ্ব স্তব্ধ, তখন নিজেই মাইক নিয়ে প্রচারণায় নামলেন হবিগঞ্জের জেলা প্রশাসক। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি সদর হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালান। এসময় তিনি মাইকিং করে জনসচেতনতামূলক কথা বলেন। পথচারী ব্যবসায়ীসহ মানুষের হাতে তুলে দেন লিফলেট।

হাসপাতালে রোগীর সঙ্গে একজনের বেশি মানুষ না থাকার অনুরোধ জানিয়ে তিনি অতিরিক্ত মানুষকে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেন। একইসঙ্গে কোথাও অধিক মানুষের জটলা সৃষ্টি না করার জন্যও তিনি অনুরোধ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিল নয়জন। কিন্তু বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৩ জন। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।

এসএস

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৭৩৯৯০ ২৬০১৯৩ ৬৯৪১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়