• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধামইরহাটে হোম কোয়ারেন্টিনে ১১ জন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ১৯:২৪
ধামইরহাটে হোম কোয়ারেন্টিনে ১১ জন

নওগাঁর ধামইরহাটে বিদেশফেরত ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রয়েছে। এদের মধ্যে একজন হোম কোয়ারেন্টিনের শর্ত ভাঙায় ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, করোনাভাইরাস থেকে সর্তক থাকায় জন্য বিদেশফেরত ছয় ব্যক্তিকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ব্রুনাইয়ের তিনজন, সৌদি আরবের তিনজন, ভারতের তিনজন, মালদ্বীপের একজন এবং একজন জর্ডানফেরত প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছে।

তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টিনে নজরদারি রাখার জন্য প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, স্বাস্থ্য সহকারী ও গ্রাম পুলিশদের সমন্বয়ে ইউনিয়ন তদারকি কমিটি গঠন করা হয়েছে।

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বেড বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। তবে হাসপাতাল থেকে নিরাপদ দূরে ধামইরহাট সরকারি এমএম কলেজ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দুটি আইসোলেশন ইউনিট খোলার জোর প্রস্তুতি চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh