• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে বিদেশফেরত ৯১ জন হোম কোয়ারেন্টিনে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৮ মার্চ ২০২০, ১৪:৪৩
চট্টগ্রামে বিদেশফেরত ৯১ জন হোম কোয়ারেন্টিনে

বন্দরনগরী চট্টগ্রামে বিদেশফেরত ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টিন মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

এছাড়া চট্টগ্রামে করোনা মোকাবিলায় সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

মতবিনিময় সভায়, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি কাজ শুরু করে দিয়েছে।
নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা মোকাবিলায় সিটি করপোরেশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩। এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh