• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে চট্টগ্রামে আরও একজন আটক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ১০:০৯
আটক রুমি করোনাভাইরাস
আটক কামরুল হাসান রুমি

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অপরাধে চট্টগ্রামে আরও একজনকে আট করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তির নাম কামরুল হাসান রুমি (৩৯)। তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তার বাড়ি, থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।

এ নিয়ে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে মোট দুজন গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (অপাররেশনস) এএসপি মাশকুর রহমান জানান, রুমি গেল রোববার বিকেলে তার ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে একটি ভিডিও ছড়াত, যাতে বলেন যে চট্টগ্রামে চার স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত। সবাইকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বাসায় মজুদ রাখার কথাও জানান তিনি।

তার এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। খবরটি জানার পর রুমিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গেল ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh