• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হোম কোয়ারেন্টিন না মানায় ইতালি প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০২০, ২২:২৮
হোম কোয়ারেন্টিন না মানায় ইতালি প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে রাস্তা-ঘাট ও হাটবাজারে ঘোরাঘুরি করার দায়ে ইতালিফেরত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৭মার্চ) বিকেলে নড়িয়া থানা পুলিশ তাকে তার নিজ এলাকা থেকে আটক করে। পরে রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া উপজেলার বাহের দিঘিরপাড় এলাকার ওই প্রবাসীকে প্রকাশ্যে চলাফেরা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন নড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম।

মো. সাইফুল ইসলাম বলেন, ইতালিফেরত ওই প্রবাসী গত ৬ মার্চ দেশে ফিরে নিজবাড়িতে আসে। তিনি হোম কোয়ারেন্টিন না মেনে প্রকাশ্যে রাস্তা-ঘাট ও হাটবাজারে ঘোরাঘুরি করার তাকে জরিমানা করা হয়।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিদেশ থেকে আগত সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তাহলে সংক্রমণ ব্যাধির আইন অনুযায়ী জেল-জরিমানা করা করা হবে।

সেসময় তিনি আরও বলেন, বিশ্বে ১৭০টি দেশ আক্রান্ত। এই দেশগুলি থেকে আগতদের অনেকে বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা না নিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে। তাদের চিহ্নিত করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh